ঠাকুরগাঁওয়ে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশিবাড়ি আমবাগান গ্রামে প্রতিপক্ষ খালাতো ভাইয়ের হামলায় মোহাম্মদ আলী(৩২)’র মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী ওই গ্রামের লোকমান আলীর ছেলে।

এ ঘটনার পর মোহাম্মদ আলীর খালাতো ভাই জাহেরুল ইসলামসহ তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।

জানা যায়, বুধবার বিকাল ৫টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে খালাতো ভাই এর দা এর কোপে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতাল কতৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরে রাত ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে,ময়নাতদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হবে।

মৃত মোহাম্মদ আলীর পিতা লোকমান আলী অভিযোগ করে বলেন, বাড়ির মহিলারা ঝগড়া করছিল। একপর্যায়ে জাহেরুল এসে অতর্কিতভাবে মোহাম্মদ আলীর উপর চড়াও হয়ে দা দিয়ে কোপ দেয়।এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালেরেফার্ড করে।

পরবর্তীতে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হলে সদর হাসপাতাল কতৃপক্ষ মোহাম্মদ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে মোহাম্মদ আলী। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।



মন্তব্য চালু নেই