ঠাকুরগাঁওয়ে হাউজির নামে জুয়া ও লটারী বন্ধের দাবিতে মানবববন্ধন

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও থেকে: খেলার উন্নয়নের নামে গত ১মাস ধরে চলমান হাউজি (জুয়া) ও লটারী বিক্রি বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌরবাসি।

বুধবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় সকল শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে শহরের শহীদ মোহাম্মদ আলী ষ্টেডিয়ামে চলমান হাউজি ও পৌর মিলনাতায়ন চত্বরে কুটির শিল্প বাণিজ্য মেলায় লটারী বিক্রি বন্ধে প্রশাসনের প্রতি আহবান জানান।

এসময় বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মনতোষ কুমার দে, সাবেক পৌর মেয়র আকবর আলীসহ বক্তারা বলেন, এসএসসি পরিক্ষা চলাকালে ঠাকুরগাঁওয়ে এমন জুয়া বাণিজ্য চলতে দেয়া যায় না।

ফলে শিক্ষাথীরা ভিশনভাবে ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছে। অবিলস্বে জুয়া বাণিজ্য বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান তারা।



মন্তব্য চালু নেই