ডাকাতির মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৫ জনের কারাদণ্ড

বিমানবন্দর এলাকায় ডাকাতি করার অভিযোগে দায়ের করা মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা দায়রা ও জেলা জজ এসএম কুদ্দুস জামান এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলার অপর আসামি নাজমুল হাসানকে খাসাস প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পুলিশের এএসআই আমিরুল ইসলাম, শাহ আলম, কনস্টেবল রাজা বাবু, আশিকুর ইসলাম এবং ভুয়া সাংবাদিক পাভেল আহমেদ। ঘটনার সময় চার পুলিশ সদস্য এপিবিএন কর্মরত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর মামলার বাদী সাইফুল ইসলাম সিঙ্গাপুর থেকে তার মামার পাঠানো স্বর্ণ ও মোবাইল আনতে বিমানবন্দর এলাকায় যান। এসময় তিনি ১০০ গ্রাম স্বর্ণ ও দুইটি নতুন মোবাইল নিয়ে গাড়ি পার্কিংয়ে গেলে তার ড্রাইভার শাহ আলমকে খুঁজিয়ে পায় না। খোঁজার এক পযায়ে পার্কিয়ে আসামিরা সাইফুলকে আটক করে পুলিশ পরিচয় দেন। আসামিরা সাইফুলের কাছ চারটি মোবাইল, ১০০ গ্রাম স্বর্ণ ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা তাদের মারধর করে গাড়িতে থাকা দুই লাখ ২০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় সাইফুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই