ডাকাত পিষে মারার বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের এসপিকে তলব

ডাকাত হাতে-নাতে পেলে পিষে মেরে ফেলুন- জনসমাবেশে সংবিধান ও আইন অমান্য করে উসকানিমূলক বক্তব্য দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুজাহিদুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বক্তব্যের বিষয়ে আইজিপি ও এসপিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট আশরাফুজ্জামান।

তিনি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে সংবিধানবহির্ভূত নিজের হাতে আইন তুলে নেয়াসহ কোনো অপরাধীকে মেরে ফেলার জন্য উসকানি দেয়ায় কেন এসপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও এসপিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই