ডা. ইকবালের স্ত্রী সন্তানদের ‘গ্রেফতারে বাধা নেই’

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচবিএম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে বিচারিক আদালতের দেওয়া সাজা স্থগিত করে হাইকোর্টের দেওয়া রুল খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে রোববার এই আদেশ দেন।

আদালতে ইকবালের পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও কামরুল হক সিদ্দিকী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এই আদেশের ফলে বিচারিক আদালতে তিন বছরের সাজা পাওয়া ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আইনের দৃষ্টিতে পলাতক। এবং তাদের গ্রেফতার করতে এখন আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।



মন্তব্য চালু নেই