ডিপিএলে শতক হাঁকিয়ে সবার ওপরে তামিম

বুধবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দেখলো আরও একটি তামিম ঝড়। সকালে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার। ১১টি চার ও ৪টি বিশাল ছক্কায় ১৩২ বলে ১৪২ রানের এক অতিমানবীয় ইনিংস খেলে হার্ড হিটা তামিম। আর অধিনায়কোচিত ইনিংসের উপর ভর করে আবাহনী ৩১৬ রানের বিশাল সংগ্রহ দাড় করায় আবাহনী।

এ সেঞ্চুরিতে ভর করে এবারের লিগের সেরা সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন এ ড্যাশিং ওপেনার। এবারের ডিপিএলে এটি তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আজকের সেঞ্চুরিতে প্রিমিয়ার লিগে ২০১৬ আসরের সর্বোচ্চ রানের মালিক এখন তামিম। ১৫ ম্যাচ শেষে তার সংগ্রহ ৭১৪ রান। ৭০৬ রান করা আব্দুল মজিদকে ছাড়িয়ে এ মাইলফলকে পৌঁছান তিনি। তবে নিজেকে ছাড়িয়ে যেতে আরও একটি সুযোগ পেলেও পেতে পারেন তামিম। গুঞ্জন শোনা যাচ্ছে আবাহনী-দোলেশ্বরের ম্যাচ নতুন করে হতে পারে আবার।
উল্লেখ্য, আজকের ম্যাচ জিতলেই এবারের ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে সাকিব, তাসকিন, তামিমদের আবাহনী।



মন্তব্য চালু নেই