ডিবি অফিসে আনা হচ্ছে মির্জা ফখরুলকে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হচ্ছে।

শনিবার সকালে গাজীপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

কাশিমপুর কারাগার-২ এর জেলার নাসির আহমেদ জানান, পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন।

এর পর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মন্তব্য চালু নেই