ডিমলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখার প্রস্তুতি সম্পন্ন

হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) থেকে : ‘‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’’ প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৪ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাঠ পর্যায়ের সাথে উন্নয়ন কর্মকান্ড প্রচার, জাঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী ভিডিও কনফারেন্স জনসাধারনের প্রত্যক্ষ ভাবে দেখার সুযোগ দিতে নীলফামারীর ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টল চন্দ্র রায়ের সার্বিক ব্যবস্থাপনা আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার ৪ জানুয়ারী উপজেলা চত্তরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সংলগ্ন নির্মিত প্যান্ডেল পরিদর্শন করেন আয়োজনকারী সহকারী ভূমী কমিশনার মিল্টন চন্দ্র রায়। ভিডিও কনফারেন্স সফল করতে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এক যোগে ভিডিও কনফারেন্স প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও কনফারেন্স রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলায় এক যোগে প্রদর্শিত হবে।



মন্তব্য চালু নেই