ডুবে যেতে যেতে তীরে উঠলো গ্রীন লাইনের লঞ্চ (ভিডিও)

বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায় দুর্ঘটনা কবলিত লঞ্চ গ্রীন লাইন-২ ডুবতে থাকা অবস্থায় তীরে এসেছে। শনিবার বিকেল ৪টায় পাথরবোঝাই কার্গোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় লঞ্চটি। এ সময় তার তলা ফেটে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। এ সময় লঞ্চটির কিছু অংশ ডুবে যেতে শুরু করে।

এমভি গ্রীনকে ধাক্কা দেওয়া পাথরবাহী কার্গোটি পানিতে নিমজ্জিত হয়। এমভি গ্রীন লাইনের দুই শতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গ্রীন লাইন-২ লঞ্চের যাত্রীদের নিয়ে লঞ্চ সুন্দরবন-১০ ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

গ্রীন লাইনের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, বরিশাল-ঢাকা রুটে চলাচল করা গ্রীন লাইন-২ নামের দিবা সার্ভিসের লঞ্চটি বেলা ৩টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে তালতলী পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা পাথরবাহী একটি কার্গো সজোরে ধাক্কা দেয়। এ সময় কার্গোটি পানিতে নিমজ্জিত হয়।

অন্যদিকে কার্গোর ধাক্কায় গ্রীন লাইন-২ এর তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। এ সময় দ্রুত লঞ্চটি তীরে চলে আসে। পরে লঞ্চের দুই শতাধিক যাত্রী নিরাপদে তীরে নামেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই