ডেন্টালের ভর্তি পরীক্ষায় মানিব্যাগ নিষিদ্ধ

ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় মানিব্যাগ বা হাতব্যাগ নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবেন না।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বিডিএস ভর্তি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৪ নভেম্বর এ পরীক্ষা হবে।

তবে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্বচ্ছ ব্যাগে নিতে পারবে।

এবার বিডিএস ভর্তি পরীক্ষায় এক হাজারে ৯১৭টি আসনের বিপরীতে ২২ হাজার ৩৫৫ জন আবেদন করেছেন। ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম ও রাজশাহীতে দুইটি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই