ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের জয়দেবপুর জংশনের প্রবেশমুখে একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৮টার দিকে গাজীপুরের সালনার মীরেরগাঁও এলাকায় এই ট্রেনটির স্প্রিং ভেঙ্গে ঢাকা-মংমনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত করা হলে দুই ঘণ্টা পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই