ঢাকার ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন এক মাসে অপসারণ

ভূমিকম্পে দুর্ঘটনা এড়াতে রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২১টি ভবন আগামী এক মাসের মধ্যে অপসারণ করা হবে।

একই সময়ের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ঝুঁকিপূর্ণ ভবনও অপসারণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বুধবার দুপুরে সচিবালয়ে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই