ঢাকায় ট্রেনিংরত অবস্থায় কলারোয়ার এক মাদরাসা সুপারের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল বারী (৪৯) ঢাকার নায়েমে ট্রেনিংরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। সদ্য প্রয়াত আব্দুল বারীর বাড়ি উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামে।

উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, রোববার বেলা ১১টার দিকে ট্রেনিংচলাকালে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সুপার আব্দুল বারীর মরদেহ নিয়ে রাতে ঢাকা থেকে রওনা হয়েছেন নায়েমের প্রশিক্ষক মইনুল হক ও নায়েমে ট্রেনিংয়ে থাকা কলারোয়ার কুশোডাঙ্গা মাদরাসার সহকারী সুপার মাওলানা আবুল হোসেন।

সোমবার সকাল ৯টায় মরহুমের নিজ কর্মস্থল দেয়াড়া দাখিল মাদরাসা মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত ১৬ জুন মাওলানা আব্দুল বারী নায়েমের ওই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই