ঢাকা অ্যাটাকের জন্য ২৩৮ চরিত্র!

সাধারণত একটা ছবিতে ছোট-বড় মিলিয়ে ২০টার বেশি চরিত্র থাকে না কিংবা রাখা হয় না। বাংলাদেশের প্রেক্ষাপট অন্তত তাই। অনেক ছবিতে তো ৪-৫টা চরিত্র দিয়েই দু-আড়াই ঘন্টার ছবি খতম। যেমন নায়ক-নায়িকা, বাবা-মা আর এক ভিলেন।

কিন্তু তাই বলে এক ছবিতে ২৩৮টি চরিত্র! বাজেট স্বল্পতার যুগে এমনটাতো এখন ভাবাই যায় না। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এমনটাই ঘটতে যাচ্ছে ঢাকাই ছবিতে। যা নিশ্চিত করলেন ‘ঢাকা অ্যাটাক’-এর পরিচালক দীপঙ্কর সেনগুপ্ত দীপন।

তিনি বলেন, ‘আশ্চর্য হলেও সত্যি আমাদের ছবিতে কাহিনির প্রয়োজনে এখন পর্যন্ত ২৩৮টি চরিত্র লাগছে। যার প্রায় সবই চূড়ান্ত। ছবির প্রধান পাঁচটি চরিত্রের চারটিতে আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ থাকছেন। আরেকটি প্রধান চরিত্র আমরা চমক হিসেবে রাখতে চাচ্ছি। সেটা এখনই বলছি না।’

আরও জানালেন ৫ জানুয়ারি থেকে প্রিয়াংকা শ্যুটিং হাউজে শুরু হচ্ছে প্রথম দফার ‘অন সেট’ মহড়া। শ্যুটিং শুরু করবেন ১০ জানুয়ারি থেকে। ছবিটির কাহিনি লিখেছেন সানি সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।



মন্তব্য চালু নেই