ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের ত্রিমোড় গুলোতে যানবাহনের চাপ

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমোড় ও নবীনগর-চন্দ্রা  মহাসড়কের  সংযোগ স্থল বাইপাইল ত্রিমোড় এলাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়ে বাইপাইল ও আশপাশের এলাকায় হালকা যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া সড়ক দুটির বাকী সব ক’টি পয়েন্ট দিয়ে  স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো।

পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানায়, গতকাল (বৃহস্পতিবার) দুপুরের পর থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে।

এরপর থেকে হাজার হাজার পোশাক শ্রমিক বাড়ি যাওয়ার উদ্দ্যেশ্যে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমোড় ও নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় ভিড় করায় এই পয়েন্ট গুলোতে মাঝেমধ্যে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়ক দু’টির বাকি সব ক’টি পয়েন্ট দিয়ে  স্বাভাবিক গতিতে চলছে যানবাহনগুলো।

তবে যানবাহনের তুলনায় নবীনগর ত্রিমোড়ও বাইপাইল ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া চাপ লক্ষ্য করা গিয়েছে। এছাড়া গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকার একই রকম চিত্র বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই