ঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ ফাঁসি

যুদ্ধাপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির মধ্যে দিয়ে ঐতিহাসিক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যক্রম শেষ হবে। এরপর এ কারাগারে অার কোন আসামির ফাঁসি কার্যকরের সম্ভাবনা খুব কম। কারণ খুব শিগগিরই এ কারাগারটি কেরাণীগঞ্জে স্থানান্তর করবে সবকার।

ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার ব্যবসায়ী ইউসুফ হোসেন বলেন, রাত ৮টা থেকে দাঁড়িয়ে অাছি, শেষ ফাঁসি হচ্ছে একজন চিহ্নিত যুদ্দাপরাধীর। তার ফাঁসি কার্যকরের করের মধ্য দিয়ে শুধু জাতিই নয় , ঢাকা কেন্দ্রীয় কারাগার কলঙ্ক মুক্ত হবে।

লালবাগের মুদি দোকানি আজগর আজ দুপুরেই দোকান বন্ধ করে বিকেল থেকে কারা ফটকের সামনে অবস্থান করছেন। নিজে যুদ্ধ দেখেননি কিন্ত মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে রাজাকারদের নৃশংসতা দেখেছেন। তাদের নৃশংসতা দেখে ওদের ঘৃনা করেন। তাই সব রাজাকারের ফাঁসির সময় জেল গেটে হাজির হন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি আজ কার্যকর করা হবে। ইতিমধ্যে প্রস্তুতি শেষ হয়ে গেছে।



মন্তব্য চালু নেই