ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের তিন হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময় এদের মৃত্যু হয়। এরা হলেন, চুয়াডাঙ্গার আলমগীর (৩০), গাজীপুর কাপাসিয়ার হারুন অর রশিদ (৪৫) এবং হাফেজুর রহমান (৬০)।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় আলমগীর ও হাফেজুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আলমগীর (৩০) এর বাড়ী চুয়াডাঙ্গা দামুহুদা এলাকায়। তিনি অস্ত্র মামলার আসামি ছিলেন। হাফিজুর রহমান(৬০) এর বাড়ী ও তিনি কোন মামলার আসামি ছিল তা জানা যায়নি।

জাকারিয়া আরোও জানায় বৃহস্পতিবার কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হারুন অর রশিদ (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ী গাজীপুর কাপাসিয়া এলাকায়। তিনি হত্যা মামলার আসামী ছিল।



মন্তব্য চালু নেই