ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রায় ৬৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরগতিতে যান চলাচল করছে।

অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্ন স্থানে এ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মহাসড়কে পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটারে এলেঙ্গা, মির্জাপুর, পাকুল্লা, ধেরুয়া রেল ক্রসিংসহ বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এছাড়া মহাসড়কের গাজিপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত সকালে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করে।

গোড়াই হাইওয়ে পুলিশের কর্মকর্তা খলিলুর রহমান জানান, এমনিতেই অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। গতকাল থেকে ঢাকাগামী পশুর ট্রাকের সংখ্যা অনেক গুন বেড়ে গেছে।

ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে দীর্ঘ সময় গাড়ি থেমে থাকছেনা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।



মন্তব্য চালু নেই