ঢাকা ত্যাগ করলেন শ্রেয়া

ঢাকা ত্যাগ করলেন ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা হন এ কণ্ঠশিল্পী। এমন তথ্য নিশ্চিত করেছেন ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান বে এন্টারটেইনমেন্টের মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এ কনসার্টে যোগ দিতে ৫ জুন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ পাঁচ বছর পর ঢাকায় আসেন শ্রেয়া। পূর্বঘোষিত সময় অনুযায়ী গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঞ্চে ওঠেন তিনি। ‘জাদু হে নেশা হে’ শিরোনামের গানটি দিয়ে কনসার্ট শুরু করেন শ্রেয়া। একে একে গেয়ে শোনান ‘তুহি তো মেরি দোস্ত হে’, ‘ক্যাইসে মে তু মিল গায়ে’, ‘সাসো মে’, ‘মারওয়া লাগা’, ‘মে তেনু’-এর মতো জনপ্রিয় সব গান।

‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের কনসার্ট শেষ করে তিনি রাত্রি যাপন করেন রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিনে। আজ সকালে এ হোটেল থেকে সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যান এ কণ্ঠশিল্পী।

১৯৮৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন শ্রেয়া। তার পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের অধিবাসী। মাত্র চার বছর বয়সে শ্রেয়ার সংগীতে হাতেখড়ি। ছয় বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেন তিনি। এখন পর্যন্ত তিন শতাধিক ছবিতে প্লেব্যাক করেছেন শ্রেয়া।



মন্তব্য চালু নেই