ঢাকা থেকে ৩ ঘণ্টায় চট্টগ্রাম

ঢাকা থেকে রওয়ানা দিয়ে রেল যাত্রীরা চট্টগ্রামে পৌঁছে যাবে মাত্র তিন ঘন্টায়। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে।

বুধবার জাতীয় সংসদে মো. তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

প্রধানমন্ত্রীর দেয়া তথ্য মতে, ঢাকা থেকে লাকসাম হয়ে সরাসরি চট্টগ্রাম যাতায়তের লক্ষ্যে চীন সরকারের অর্থায়নে জি টু জি ভিত্তিতে কনস্ট্রাকশন অব ডাবল ট্র্যাক স্ট্যান্ডার্ড গজ রেলওয়ে লাইন ফরম ঢাকা টু চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এজন্য একটি চায়নিজ কোম্পানির সাথে ইতোমধ্যে সমঝোতা স্বাক্ষর (এমওইউ) হয়েছে। প্রকল্পটি পিডিপিপিতে পরিকল্পনা মন্ত্রণালয়ে নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পটির অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবায়ন কাজ শুরু হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রামের রেলপথের দূরত্ব হ্রাস পাবে এবং ৩ ঘণ্টায় ঢাকা হতে চট্টগ্রামে যাতায়াত করা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই