ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০০ সাংবাদিককে সংবর্ধনা দিবে নতুনধারা ফাউন্ডেশন

সাংবাদিকতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রিপোটিংয়ের জন্য ৬৪ জেলার ১০০ সাংবাদিককে সংবর্ধনা দেবে বেসরকারি উন্নয়ন সংগঠন নতুনধারা ফাউন্ডেশন । ৮ মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেবেন অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি।

এবছর সংবর্ধনা পাচ্ছেন, আফরিন জাহান (বিটিভি), ইসারফ হোসেন ইশা(ডেইলি সান), তাসমিয়া রহমান খান (বাংলা রেডিও), সোহেল মিয়া(রাজবাড়ী), খোন্দকার এরফান আলী(ঢাকা), মো: নুরেআলম জিকু (বিজয় সংবাদ), তাসকিনা ইয়াসমিন (মানবকন্ঠ), আবুসালে আকন (নয়া দিগন্ত), রফিকুল আনোয়ার (নোয়াখালী), নীহার রঞ্জন সাহা (বাগেরহাট), তানিয়া খান (বাংলাদেশ বেতার), মাহবুবুর রহমান (ঢাকা), সামস উল আলম মিঠু (বিএনএফ২৪ ডটকম), ঝর্ণা মনি (ভোরের কাগজ), আবুজাফর সাবু (গাইবান্ধা), এম আর মহাসিন (নীলফামারি), মোজাফফর রহমান (সাতক্ষীরা), আরিফুল ইসলাম (নাটোর), বারেক কায়সার (ইত্তেফাক), সেলিম সানোয়ার পলাশ (রাজশাহী), জাহানারা পারভিন (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অমিতাব দাস হিমুন(গাইবান্ধা), বিএম কামরুজ্জামান শিপলু (ঝিনাইদাহ), মিজানুর রহমান(জনকন্ঠ), নাসিম উদ্দিন নাসিম(নাটোর), আশফাক আহমেদ(নিউজ২৪), মো: রেজাউল করিম(চট্রগ্রাম), ফরিদা বক্তেয়ারা (আরটিভি), আফরোজা লুনা (গাইবান্ধা), মশিউর রহমান রুবেল (জনতা), সুবাস চৌধুরী (সাতক্ষীরা), রঘু নন্দন সিকদার (রাজবাড়ী), লুপা তালুকদার (মাইটিভি), আব্দুস সত্তার (ভোলা), সীমা ভৌমিক(যমুনা টিভি), কায়েস উদ্দিন(নওগাঁ), রক্সী খান (মাগুরা), বিজয় কুমার ঘোষ(রাজশাহী), মির্জা আ:রব (সিরাজগঞ্জ),শাহীন আলম মাকসুদ(ভোলা), মোরশেদা ইয়াসমিন পিউ(ইত্তেফাক), শফিকুল ইসলাম খোকন(নওগাঁ), এস এম রেজাউল করিম(ঝালকাঠি), জিন্নাতুন নুর (বাংলাদেশ প্রতিদিন), মোহাম্মদ আলী(রাজশাহী), রাহাত মিনহাজ(যমুনা টিভি), এম সাঈদ খান(বৈশাখী টিভি), তানজিনা আফরিন ইভা(রাইজিংবিডি), মাহফুজ ফারুক(নওগাঁ), শফিউল্লাহ সুমন (বিটিভি), ইমাম হোসেন সোহেল(নওগাঁ), রবিউল ইসলাম রবি (রাজশাহী), মাসউদুল হক(ইউএনবি), গোলাম ফারুক মজনু(ঢাকা), সামিনা আকতার(যুগান্তর), রাবেয়া বেবী(ইত্তেফাক), শাহনাজ রহমাতুল্লা (বিটিভি), জুয়েল আহমেদ(মৌলভীবাজার), মুঃ আঃ মোতালিব (তালতলী), এইচ এম এরশাদ(কক্সবাজার), তুষার হালদার(কলাপাড়া), সাজু রহমান(জিটিভি), আবু জাফর মোঃ সালেহ(রবগুনা), মোঃ আলমগীর হোসেন(গাজীপুর), মনির হোসেন কামাল(বরগুনা), মুহাম্মদ খায়রুল ইসলাম(গাজীপুর), মনিরুজ্জামান মৃধা মন্নু(ফরিদপুর), শান্তা মারিয়া(আমাদের সময়), মকবুল হোসেন মিন্টু(খুলনা), আতাউল করিম খোকন(ময়মনসিংহ), মোঃ মোশারফ হোসেন(বরগুনা), শেখ শফিউদ্দিন জিন্নাহ(বাংলাদেশ প্রতিদিন), তছলিমা খাতুন(মানবকন্ঠ), আক্তারুজ্জামান লাবলু(ভোরের কাগজ), নাইমা মৌ(আরটিভি), সাদেকুল ইসলাম(নওগাঁ),নিবারুন রায়(নরশিংদি), অনিন্দ্য টিটো(চট্রগাম), ফাতেমা জান্নাত মুমু(রাঙ্গামাটি), উম্মুল ওয়ারা সুইটি(ঢাকা), শ্যামলেন্দু পাল(নেত্রকোনা), মুক্তা মাহমুদ(আরটিভি), গোলাম মোস্তফা কাদের(এটিএন বাংলা), তাহিদুল ইসলাম(জিটিভি), আলমগীর হান্নান(খুলনা), এম জসিম উদ্দিন(প্রথম আলো), হরলাল রায় সাগর(মানবকন্ঠ),সেবিকা দেবনাথ( সংবাদ),রাজীব খান(আরটিভি) মহসীনুল করিম(আবজারভার), শাহনাজ শারমিন(দীপ্ত টিভি), সালেহ টিটু( বরিশাল),হাসানুর রহমান ঝন্টু(বাংলাদেশ প্রতিদিন), জিলানী মিলটন(নয়া দিগন্ত), তাপসী রাবেয়া(ইটিভি), এটিএম নিজাম( কিশোরগঞ্জ), সুদীপ কুমার দে(জিটিভি), মোস্তাক আহম্মেদ(জামালপুর), সিরাজুল ইসলাম রতন(গাইবান্ধা), সোহেল হাফিজ(এনটিভি), একেএম এনায়েত হোসেন(পটুয়াখালী), মোল্লা হারুন উর রশীদ(কুড়িগ্রাম), রবিউল ইসলাম রুবেল(ঠাকুরগাঁও), আরিফুজ্জামান মামুন(দিনকাল)।

কবি গুরু রবিন্দ্র নাথ ঠাকুরের জম্মদিন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শেষে থাকবে ”রবিন্দ্র সন্ধ্যা” । অনুষ্ঠানটির মিডিয়া পাটর্নার এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনি।



মন্তব্য চালু নেই