তথ্য পড়ে শোনাবে উইকিপিডিয়া

ইন্টারনেট বস্তুনিষ্ঠ তথ্য পেতে উইকিপিডিয়ার জুড়ি নেই। আর তাইতো উইকিপিডিয়ার উপযোগিতা অনস্বীকার্য। কিন্তু ইংরেজিতে অনেকেরই দখল না থাকাতে উইকিপিডিয়ার তথ্য খুঁজতে সমস্যা হয়। এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে উইকিপিডিয়া।

এখন প্রয়োজনীয় তথ্য তুলে ধরা নয়, তথ্য পড়ে শোনাবে উইকিপিডিয়া। উইকিপিডিয়ায় এই সুবিধে চালু হলে দৃষ্টিহীন মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন।

এই সুবিধে চালু করার জন্য সুইডেনের স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সঙ্গে ইতিমধ্যেই কাজ শুরু করেছে উইকিপিডিয়া।

২০১৭ এর সেপ্টেম্বরের মধ্যে প্রথমে ইংরেজি, আরবি এবং সুইডিশ ভাষায় এই সুবিধে শুরু হবে।

এর পরে ধাপে ধাপে আরও ২৮০টি ভাষায় এই সুবিধে চালু করবে উইকিপিডিয়া। অর্থাৎ, আপনার মাতৃভাষাতেই যে কোনও বিষয়ের উপরে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে, জোরে জোরে পড়ে শোনাবে উইকিপিডিয়া।



মন্তব্য চালু নেই