তনুর জন্য রাজপথেই থাকবে গণজাগরণ মঞ্চ

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

এছাড়া আগামী বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দুপুর ১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন পালন করবে তারা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এক পথসভায় এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ সময় তিনি বলেন, ‘যতো বাধা আসুক না কেন আমরা এ আন্দোলন অব্যাহত রাখবো। আমরা তনুর হত্যাকারী এবং ধর্ষকদের সবোচ্চ শাস্তি চাই। এই শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে। হত্যাকারী এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে রাজপথে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।’

এর আগে, রোববার সকাল ১০টার দিকে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় এ রোডমার্চ। ছয়টি বাসে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে রওনা দেন। বহরের সামনে একটি পিক-আপ ভ্যানে চলে সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান। পথসভায় তারা সমবেত কণ্ঠে গানে গানে আওয়াজ তোলেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে…তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি……. তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি.. ..।

যাত্রার শুরুতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘তনু হত্যার বিচার দাবিতে সারাদেশের মানুষ আজ সোচ্চার। এই হত্যার বিচার দাবিতে মানুষের চাওয়াকে নানাভাবে বাধাগ্রস্ত ও আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই রোডমার্চের মাধ্যমে আমরা কুমিল্লার মানুষের সঙ্গে সংহতি জ্ঞাপন করে আন্দোলনের বার্তা সারাদেশে নিয়ে যেতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, খুনি-ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে।’

ডা. ইমরান এইচ সরকার আরও বলেন, ‘হত্যা-ধর্ষণের মাধ্যমে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের রোডমার্চ। খুনিরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এর বিপরীতে জনগণ কিছুই করতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, সেই বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাবো।’

তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের রোডমার্চ এখন কুমিল্লার টাউনহল মাঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড, দাউদকান্দি, চান্দিনা, নিমসার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ শেষে রোডমার্চ কুমিল্লার টাউন হলে গিয়ে জমায়েত হয়।

উল্লেখ্য, ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে ঘটনার সাত পরও এখনও কাউকে গ্রেপ্তার বা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই