তনু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ অব্যাহত

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকা-ের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।

বিক্ষোভ মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে অনবরত ঘটতে থাকা যৌন হয়রানি, ধর্ষণ ও হত্যার ঘটনার কোনো বিচার হচ্ছে না। সরকারকেই এসব ঘটনার দায়ভার নিতে হবে এবং অনতিবিলম্বে এসব ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া তনু ধর্ষণ ও হত্যার ঘটনায় সারাদেশের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদ, রাবি ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই