তরুণদের মধ্যে ক্রমশ এইডস ছড়িয়ে পড়ছে!

তরুণদের মধ্যে ক্রমশ এইচআইভি-এইডস সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করল শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়েছে, এ বছরই নতুন করে প্রায় ১৬০ জন তরুণের মধ্যে এইডস সংক্রমণ ধরা পড়েছে। নতুন করে এইডস শনাক্ত হওয়া ওইসব ব্যক্তির অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে। যা যথেষ্ট শঙ্কার কারণ বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মাদক ব্যবহার, সমকামিতা ও দেশের বাইরে কাজ করা ব্যক্তিদের কারণেও এইডস সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

২০১৪ সালে শ্রীলঙ্কায় ২২৮ জনের বেশি এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় এইডস আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৩,৩০০। এছাড়া আরও ২০০ জন এইডস আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছে। ইতিমধ্যে এইডস প্রতিরোধে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে সরকার। একাধিক কর্মসূচি, মানুষকে সচেতন করতেও বিভিন্ন প্রকল্প নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রালয়। খবর- কোলকাতা২৪



মন্তব্য চালু নেই