তরুণীর আইনজীবী থেকে চা বিক্রেতা হওয়ার গল্প শুনলে অবাক হবেন আপনিও

পেশায় তিনি একজন আইনজীবী। কিন্তু ঠাকুরদার শেখানো চা খাওয়া তাঁর বড্ড পছন্দের। মশলা চা এবং আয়ুর্বেদিক চায়ে মজেই নেশাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত উপমা ভিড়ডি৷ সেদেশের মানুষকে ভারতীয় চায়ের মজা চাখিয়েই চলতি বছরের সেরা বিজনেস উওম্যানের খেতাব জিতে নিয়েছিলেন ২৬ বছরের এই তরুণী।

অস্ট্রেলিয়ার মানুষকে ভারতীয় ভঙ্গিতে চা খাওয়ান তিনি৷ আর এতে বেশ মজাও পান। তাঁর হাতের ছোঁয়ায় চা যে সেদেশে এক শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আয়ুর্বেদিক চা তাঁর ক্যাফের স্পেশ্যালিটি। কেবলমাত্র ভালবাসা, অর্থ এবং সাফল্য নয়, উপমার ক্যাফে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ। -সংবাদ প্রতিদিন।



মন্তব্য চালু নেই