তলপেট থেকে জীবন্ত মাছ অপসারণ (ভিডিও)

মানুষের অন্ত্র (তলপেট) থেকে জীবন্ত একটি মাছ অপসারণ করা হয়েছে। দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিন শরীরে বেড়ে ওঠা মাছটি অপসারণ করা হয়। বুধবার ডেইলি মেইল ছবিসহ সংবাদটি প্রকাশ করেছে।

শরীর থেকে মাছটি বের করে আনার পরও বেশ প্রাণচঞ্চল ছিল এটি। মাছটির দৈর্ঘ্য ছিল ২ ফুট।
ব্রাজিলের লন্ড্রিনা শহরের একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে মানুষের শরীর থেকে এটি বের করে আনা হয়। লোকটির নাম প্রকাশ করা হয়নি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোদে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, চিকিৎসকরা লোকটি অন্ত্র থেকে অস্ত্রেপচারের মাধ্যমে মাছটিকে বের করে আনছেন। এ সময় অস্ত্রেপচারে সফল হওয়ায় হাসাহাসি করছেন চিকিৎসকরা।

স্থানীয়ভাবে মাছটিকে প্রিয়ামোব্রিয়া বলে ডাকা হয়। দক্ষিণ বা ল্যাটিন আমেরিকায় এটি বেশ পাওয়া যায়। কীভাবে মানুষের তলপেটে মাছটি প্রবেশ করল তা জানা যায়নি।

http://www.youtube.com/watch?v=G2sCbuUrpuM



মন্তব্য চালু নেই