তাইওয়ানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাজধানী তাইপেইয়ে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল উপকূলীয় শহর সু আও থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে।

তাইপেই থেকে এএফপির সংবাদদাতা জানান, বৃহস্পতিবারের ভূমিকম্পে বিশাল বিশাল অট্টালিকাও কেঁপে উঠেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে বেশ কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং বিভিন্ন স্থানে মানুষ লিফটে আটকে ছিলেন।

তবে প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তাইওয়ানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। এর আগে ফ্রেব্রুয়ারিতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এক বিশাল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে শতাধিক মানুষ প্রাণ হারায়।

তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সেসময় ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।



মন্তব্য চালু নেই