তাজমহলে আরো চমক, এবার আকাশ সিঁড়ি

পর্যটন পিয়াসিদের জন্য মজার খবর হচ্ছে, শীঘ্রই আকাশ পথে যুক্ত হচ্ছে তাজমহল ও আগ্রা ফোর্ট। আর অতি সহজেই তাজমহল থেকে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যাবে শাহজাহানের কেল্লায়। অবশ্য পর্যটকদের সুবিধার কথা ভেবেই বিশ্বমানের লম্বা সেতু বানানোর এই উদ্যোগ উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের।

ইতিমধ্যেই পরিকল্পনার ব্লু-প্রিন্ট তৈরির কাজ শুরু হয়েছে। সমতল থেকে ২৫ ফুট উচ্চতায় স্কাইওয়াক বা সেতুটি তৈরি হবে। সেতুটিকে পরিবেশ-বান্ধব করে তোলার জন্য ব্যবহার করা হবে বিশেষ ধরনের পাথর। রাস্তার দুপাশে থাকবে গাছ। সিঁড়ি এবং চলন্ত সিঁড়ির মাধ্যমে সেতুর ওপর উঠে ২ কিলোমিটার হাঁটলেই আগ্রার এক দর্শনীয় স্থান আগ্রা ফোর্ট থেকে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলে পৌঁছে যাওয়া যাবে।

সেতুটি তৈরি করতে আমুমানিক ৫০ কোটি রুপি খরচ হবে বলে ধারণা পর্যটন বিভাগের। একটি বেসরকারি সংস্থাকে সেতুটি বানানোর দায়িত্ব দিচ্ছে পর্যটন বিভাগ। খবর ভারতীয় দৈনিক ‘সংবাদ প্রতিদিন’ এর।

প্রসঙ্গত, আগ্রা ফোর্ট থেকে তাজমহল যাওয়ার রাস্তায় লম্বা ট্রাফিক জ্যামে পড়তে হয় পর্যটকদের। যার ফলে অনেকটা সময়ও নষ্ট হয়। সেতুটি তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই