তাবেলা হত্যায় কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের তিন দিন পার হলেও পুলিশের গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো কূলকিনারা খুঁজে পায়নি। এমনকি ওই এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজেও তেমন কোনো তথ্য মেলেনি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, হত্যাকারীদের শিগগিরই পাকড়াও করা হবে।

বৃহস্পতিবার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছ থেকে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে তাবেলা হত্যার পর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ মাঠে নামে। এরপর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সব ধরনের সম্ভাবনাকে সামনে রেখে কমিটির সদস্যরা মাঠে কাজ করছেন। এরপরেও তাবেলা হত্যায় এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতিমূলক তথ্য পাওয়া যায়নি।

এদিকে গত মঙ্গল ও বুধবার সারা দিন ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তারা সময় দিয়েছেন। ওই এলাকায় এখনো সব ধরনের তল্লাশি অব্যাহত রেখেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির তথ্যমতে, বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি সংস্থা, দূতাবাস, বিদেশি নাগরিককে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের তদন্ত কমিটির প্রধান উপকমিশনার মাহবুব আলম বলেন, ‘তাবেলা হত্যায় এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। সব ধরনের চেষ্টা চলছে।’

অন্যদিকে, তাবেলা হত্যার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলে আসছেন, ঘটনার রহস্য শিগগিরই উদ্‌ঘাটিত হবে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশে কোনো আইএস নেই। এমনকি জঙ্গি সংগঠনগুলোর কোনো তৎপরতাও নেই। পুলিশ সবাইকে নিয়ন্ত্রণে রেখেছে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক তাবেলা সিজারকে জগিং করা সময় দুর্বৃত্তরা গুলি করে। এরপর তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশের ভারপ্রাপ্ত আইজি মো. মোখলেছুর রহমান হাসপাতালে ‍ছুটে যান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার রহস্য উদঘাটনে গঠিত হয় পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। নিরাপত্তার অজুহাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে তাদের দল পাঠাতে অনাগ্রহ দেখায়। একে একে পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ওপর সতর্কতা জারি করে।



মন্তব্য চালু নেই