তামিমের জন্য হলেও ভালো বোলিং করবেন সাকিব !

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৯ টেস্টে নিয়েছেন ১৪২ উইকেট। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসানই। এমনকি দেশের হয়ে সর্বোচ্চ ১৪বার পাঁচ উইকেট নিয়েছেন বাহাতি এই স্পিনার।

কিন্তু গত তিন টেস্ট ম্যাচে সাকিব পকেটে পুরেছেন মাত্র ৩ উইকেট। তিন টেস্টে ১১১ ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। কিন্তু সাকিবের নামের পাশে উইকেট সংখ্যাটা বেমানান। সাকিব নিজেও জানেন বোলিংয়ে খারাপ সময় পাড় করছেন তিনি।

কিন্তু বিষয়টি নিয়ে চিন্তিত নন সাকিব। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টেই স্বরূপে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন মাগুড়ার এই তারকা। বৃহস্পতিবার সাকিব আল হাসান এক প্রশ্নের জবাবে বলেন,‘বোলিংয়ে ভালো করার চেষ্টা করছি। সবার জীবনে একটু বাজে সময় আসে। যেমন আমার আসছে। এটা যতো দ্রুত ওভারকাম করা যায়, ততো ভালো। ওই চেষ্টাটাই করছি। আমি অবদান রাখতে পারলে, তা দলের জন্য এবং আমার জন্য ভালো।’

এদিকে বোলিং নিয়ে মজা করে সাকিব বলেন, ‘তামিম সব সময় বলে, আমি উইকেট পেলে ওর ফিল্ডিং কম করতে হয়! আমি চেষ্টা করবো, যাতে এবার ও রকমই কিছু যেন হয়! ভারতের বিপক্ষে বোলিং আক্রমণেও সাকিব সন্তুষ্ট। সাকিব বলেন, ‘আমাদের যে বোলিং বিভাগ আছে তা বেশ ভালো। সবাই বেশ কষ্ট করছে। সবাই যদি সবার সেরাটা দিতে পারি, তবে আশা করি ভারতের সাথে দারুণ কিছু হবে।’



মন্তব্য চালু নেই