তারেকের পিএস অপুর মুক্তিতে বাধা নেই

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুর উদ্দিন অপুকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে অপুর মুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন।

সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে অপুর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার নথি থেকে জানা যায়, চাদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৮ জানুয়ারি গুলশান থানায় তারেক রহমান ও অপুর বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী আমিন আহমেদ। এ মামলায় অপুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৮ অগাস্ট হাইকোর্ট রুল ও অন্তবর্তীকালীন জামিন দেন।

এই রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেয় বলে জানান আইনজীবী সগীর হোসেন। বর্তমানে অপু কেন্দ্রীয় কারাগারে আছেন।



মন্তব্য চালু নেই