তারেকের বাড়িতে বসে ষড়যন্ত্র করছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করে নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এমপি বলেছেন, ‘লন্ডনে তারেক রহমানের বাড়িতে বসে ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। যেমনটি করেছিলেন নবাব সিরাজকে হত্যা করার জন্য কাসিমবাজার কুঠিতে ঘসেটি বেগম। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে তিনি এখন যড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

শুক্রবার বরিশালে পরিদর্শনে এসে একথা বলেন নৌমন্ত্রী। একই সঙ্গে পরিদর্শনে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যার তথ্য উদঘাটনের পথে। অচিরেই প্রমাণিত হবে এর নেপথ্যে কারা জড়িত।’

বরিশালে একটি পাঁচ তারকা মানের হোটেল এবং কনভেনশন সেন্টার নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য শুক্রবার সকালে বরিশালে বিআইডব্লিউটিএ’র অব্যবহৃত মেরিন ওয়ার্কশপ এবং বাংলো হিমনীড় পরিদর্শন করেন দুই মন্ত্রী।

এরপর দুপুরে মন্ত্রিদ্বয় বরিশালের মুলাদী উপজেলার মৃধারহাট থেকে শরীয়তপুরের গোসাইরহাটের আবুপুর পয়েন্টে বিআইডব্লিউটিসি’র ফেরি সার্ভিস চন্দ্র মল্লিকার উদ্বোধন করেন।

এসময় নৌ পরিবহন মন্ত্রী আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার জনসমর্থন নেই বলে বিগত আন্দেলনে তিনি ব্যর্থ হয়েছেন। মানুষ শান্তি আর উন্নয়ন চায় বলে বর্তমান সরকারের প্রতি তাদের আস্থা আছে। এজন্য তারা খালেদা জিয়ার আন্দোলনে সায় দিচ্ছে না।’

এসময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ‘বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার সচেষ্ট।’ পর্যটকরা যাতে বাংলাদেশে নিরাপদে ভ্রমণ করতে পারেন সে ব্যবস্থা সরকার নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সফরকালে দুই মন্ত্রীর সাথে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক শেখ মো. টিপু সুলতান এমপি, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, নগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান পিপিএম, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই