তারেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ নভেম্বর

বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ছাব্বির ইয়াসির এহসানের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

কিন্তু মামলাটিতে পল্টন থানার পুলিশ কোনো তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের এ নির্দেশ প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ‘মানহানিকর’ বক্তব্য দেন। তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’ পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।

এ বিষয়ে গত বছরের ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী।



মন্তব্য চালু নেই