তালাকনামা নিয়ে রুমির শ্বশুর বাড়িতে তার মা, আনুষ্ঠানিকভাবে হল ডিভোর্সের কাজ

গত ১০ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন আরফিন রুমির সাবেক স্ত্রী কামরুন্নেসা। দেশে ফিরেই তিনি কেরানীগঞ্জে অবস্থিত তার বাবার বাড়িতে উঠেছেন।

এদিকে গতকাল ১১ ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জে কামরুন্নেসার বাবার বাড়িতে তালাকনামাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নয়ে গেছেন রুমির মা এমনটি জানিয়েছেন রুমির বড় ভাই রনি।

তিনি বলেন, ‘মা আজ সকালে কামরুন্নেসাদের বাড়িতে তালাকনামা পৌঁছে দিয়ে এসেছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কাজ সম্পূর্ণ হল।‘

কামরুন্নেসা তালাকনামায় স্বাক্ষর করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খোলা তালাকনামা। এর মাধ্যমে স্বামী তার স্ত্রীকে যেকোন সময় তালাক দিতে পারে। এজন্য স্ত্রীর স্বাক্ষরের কোন প্রয়োজন হয়না।’

তাহলে রুমি এবং কামরুন্নেসার ছেলে আয়ান এখন কথায় থাকবে? উত্তরে রুমির বড় ভাই জানান, ‘আয়ান আপাতত তার মায়ের সঙ্গেই আছে।

রুমি চেষ্টা করবে তাকে কাছে নিয়ে আসতে। কিন্তু স্বামী-স্ত্রীর ডিভোর্সের পর তাদের সন্তানের একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত মায়ের কাছে থাকারই বিধান আছে।’



মন্তব্য চালু নেই