‘তালেবান প্রধান মোল্লা মানসুরের মৃত্যু’

বিশ্বের অন্যতম শীর্ষ জঙ্গি সংগঠন তালেবানের প্রধান মোল্লা আখতার মানসুর মারা গেছেন। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের কর্মকর্তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

বুধবার তালেবানের শীর্ষ নেতৃত্বসম্পর্কিত বিতর্ক নিয়ে বৈঠকে বসে সংগঠনের নেতারা। এ সময় তালেবানের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুরুততর আহত হন মোল্লা মানসুর। শেষ পর্যন্ত এ ঘটনাতেই মৃত্যু হলো বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

তালেবানের প্রাক্তন প্রধান মোল্লা ওমরের মৃত্যুর পর দলের শীর্ষ নেতা নির্বাচন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে উগ্রপন্থি সংগঠনটি। এর সূত্র ধরে তালেবানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নতুন প্রধান হিসেবে মোল্লা মানসুরের নাম ঘোষণার পর তাকে প্রত্যাখ্যান করে একাংশের তালেবান অনুসারী। এ নিয়ে বিরোধ দীর্ঘস্থায়ী হতে থাকে। শেষ পর্যন্ত বিরোধীদের গুলিতে আহত হন মোল্লা মানসুর।



মন্তব্য চালু নেই