তাসকিনের নিষেধাজ্ঞায় হতভম্ব ওয়ার্ন (ভিডিও)

সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন বলছেন, তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় তিনি হতভম্ব হয়েছেন।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি এ কথা বলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সানি-তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়ে অভিযোগ জানান আম্পায়াররা। ওই ম্যাচে ২ ওভার বল করেন সানি। রান দেন মাত্র ১০। তাসকিন চার ওভার করে রান দেন ২১। দুজনেই উইকেটহীন ছিলেন।

taskin_shot_0

এরপর ল্যাবে পরীক্ষা দেয়ার পর দুজনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।

সানির ব্যাপারে বাংলাদেশের কোনো অভিযোগ না থাকলেও তাসকিনের নিষেধাজ্ঞা মেনে নিতে পারেনি বিসিবি। আর তাই নানা চেষ্টা চালানো হয় তার নিষেধাজ্ঞা স্থগিত করাতে। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে।

শেন ওয়ার্ন বলছেন, ‘বাউন্সার দেয়ার সময় তাসকিনের কব্জিতে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আসলে খোলা চোখে বিষয়টা বোঝা খুব কঠিন।’

টুর্নামেন্টের মাঝ পথে দুই বোলারকে এভাবে নিষিদ্ধ করাটাও মানতে পারছেন না হালের এই ক্রিকেট বিশ্লেষক, ‘একটা বৈশ্বিক টুর্নামেন্টের মাঝপথে দুইজন গুরুত্বপূর্ণ বোলারকে হারানো সহজ কথা নয়। যে করো জন্য এটা মেনে নেয়া কঠিন।’



মন্তব্য চালু নেই