তিউনিশিয়ায় সংঘর্ষে নিহত ৪৫

তিউনিশিয়ায় বন্দুকধারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪৫ জন নিহত হয়েছে। সোমবার লিবিয়া সীমান্ত সংলগ্ন বেন গার্ডেন শহরে এ ঘটনা ঘটে।

কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ২৮ জন হামলাকারী, ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাত জন বেসামরিক নাগরিক মারা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, একটি সেনা ছাউনি ও পুলিশের তল্লাশি কেন্দ্রে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় তারা ভারী অস্ত্র ব্যবহারের পাশাপাশি রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে।

পরিস্থিতি সামলাতে সোমবার সন্ধ্যা থেকে বেন গার্ডেন শহরে কারফিউ জারি করা হয়েছে।

বেন গার্ডেন শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। শহরটিকে তিউনিশিয়া থেকে লিবিয়ার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এটি অস্ত্র চোরাচালানের কেন্দ্র হিসেবে পরিগণিত হয়।



মন্তব্য চালু নেই