তিন কোটি টাকা মূল্যের বিএমডব্লিউ জব্দ

রাজধানীর মিরপুর এলাকা থেকে তিন হাজার সিসির বিলাসবহুল একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় ৩ কোটি টাকা।

গত তিন সপ্তাহ ধরে গাড়িটি শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে ছিল বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। এরপর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর দারুসসালামের ১৬/১, আনন্দনগর থেকে মো. শহীদুল্লাহর বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটির বর্তমান ব্যবহারকারী রোপেন নামে এক ব্যবসায়ী। গাড়িটিতে ডিজিটাল রেজিস্ট্রেশন ‘ঢাকা মেট্রো-ভ-১১- ১৩৬৩’ ব্যবহার করা হয়েছে। বিআরটিএ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রেজিস্ট্রেশন নম্বরটি ২০০৯ সালের, যা ১৯৯২ সালে তৈরি ২৫০০ সিসির একটি বিএমডব্লিউ গাড়ির এবং সেই গাড়ির মালিক এ এম ফারুক নামে এক ব্যক্তি।

শুল্ক গোয়েন্দার ডিজি আরো জানান, ধারণা করা হচ্ছে কারনেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ওই ব্যক্তি গাড়িটি ব্যবহার করছিলেন।

বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



মন্তব্য চালু নেই