তিন বন্ধুই ডুবাচ্ছেন মেসিকে

ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নেইমার নৈপুণ্যে উড়ে যায় মেসিরা।

দলের এ পরাজয়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

এতে করে আবারও সামনে এসেছে জাতীয় দলে মেসির সর্তীর্থদের অবদান নিয়ে। বিশেষ করে দলে তার ছোটবেলার তিন বন্ধুকে নিয়ে।

আর্জেন্টিনার মত বিশ্বে ক’টা দলের ভাগ্য এমন, একসঙ্গে চার বন্ধু খেলছেন জাতীয় দলে, লিওলেন মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিয়ো আগুয়েরো ও আঞ্জেল ডি মারিয়া।

এরা প্রতেক্যকেই ফুটবল সুপারস্টার এবং নিজ নিজ ক্লাবে স্বমহিমায় ভাস্বর। কিন্তু যখনই তারা মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে খেলতে আসেন, নিষ্প্রভ হয়ে পড়েন।

স্পেনের বিখ্যাত ফুটবল ওয়েবসাইট মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে খেলতে গেলেই তার তিন বন্ধুর পায়ের ধার, পাস, বল প্রতিপক্ষের জালে পাঠানোর অসাধারণ দক্ষতা কিছুইর আর থাকে না।

অথচ হিগুয়েন জুভেন্টাসের হয়ে, আগুয়েরো মানচেস্টার সিটির এবং ডি মারিয়া প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবের হয়ে বরাবরই সফল।

মেসি অনেকটা একা আর্জেন্টিনাকে টানা তিনটি বিশ্ব শিরোপার কাছাকছি নিয়ে গেছেন। কিন্তু, ফাইনালে বন্ধুদের ব্যর্থতায় বারবার কেঁদে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও নেমেছিলেন চার বন্ধু। প্রথম হাফে তিনজন। পরের হাফে চারজনই। তাদের মধ্যে মেসিরই যা একটু ঝলক দেখা গেছে। বাকিরা নিষ্প্রভ।

ফলে নেইমাররা একেরপর এক গোল দিয়ে গেলেন। আর নির্বাক দর্শকের মতো তা হজম করল আর্জেন্টিনা।



মন্তব্য চালু নেই