তিন শিশুর মৃত্যুর পর এশিয়ান হাসপাতালে তালা

রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক এ্যান্ড জেনারেল হাসপাতালে তিন শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি।

শনিবার দুপুরে হাসপাতালটিতে তালা লাগানো হয়। শুক্রবার রাত নয়টা থেকে রাত ১০টার মধ্যে তিন শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে শনিবার সৃষ্ট বিক্ষোভের জেরে হাসপাতালটিতে তালা লাগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বলেন, এশিয়ান হাসপাতালের কাউকে আমরা এখন পর্যন্ত আটক বা জিজ্ঞাসাবাদ করিনি।

এ ছাড়া শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে গিয়ে কোনো চিকিৎসক না থাকায় আতঙ্কিত অভিভাবকরা অসুস্থ শিশুদের হাসপাতাল থেকে সরিয়ে নেন।

এশিয়ান কার্ডিয়াক হাসপাতালের পাশের মনোহারী দোকানদার আব্দুর রশিদ জানান, সকাল থেকেই হাসপাতালটিতে কোনো চিকিৎসক ছিল না। অনেকেই চিৎকার করেছে, ধাক্কাধাক্কি করেছে। পরে পুলিশ এসে হাসপাতালে তালা লাগিয়ে দিয়েছে।



মন্তব্য চালু নেই