তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে পর্দার অন্তরালে

পরাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘মমতা আজ ঢাকায় আসছেন। তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে পর্দার অন্তরালে। আলোচনা এগিয়ে চলছে। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মোদির বাংলাদেশ সফরে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে। বাণিজ্য চুক্তিতে নতুন কিছু উপাদান থাকছে।’

তিনি আরো বলেন, মানবপাচার বন্ধ ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। এজন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।’



মন্তব্য চালু নেই