তিস্তা সমস্যার সমাধান চেয়েছেন রওশন

ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তিস্তা সমস্যার সমাধান চেয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জবাবে মোদি রওশনকে বলেছেন, প্রতিবেশি দুটি দেশ যদি একসঙ্গে মিলিত হয়ে কাজ করে তবে তিস্তা চুক্তিসহ ভারত-বাংলাদেশের মধ্যে অমিমাংসিত সমস্যাগুলো সমাধান সম্ভব। সেই সঙ্গে তিস্তা বিষয়ে মোদি বাংলাদেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

রোববার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে বৈঠক শেষে সংসদে বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ সাংবাদিকদের এ কথা জানান।

প্রায় ২৫ মিনিট ধরে চলা বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা হয় বলে জানান রওশন।

গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে রওশন সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি।’ রওশন এরশাদ সীমান্ত চুক্তি করা জন্য মোদিকে ধন্যবাদ জানান।

বৈঠক সম্পর্কে রওশন আরো জানান, ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতাগুলো শিগগিরি সমাধান করা হবে বলেও নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেন।

রওশনের সঙ্গে বৈঠক শেষ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেন মোদি।



মন্তব্য চালু নেই