তুমিই বলো : আজিজুর রহমান আজিজ -এর কবিতা

কবি ও উপন্যাসিক আজিজুর রহমান আজিজ প্রায় ১৪০০ কবিতা লিখেছেন। পেশা জীবনে তিনি বাংলাদেশ সরকারের সচিব, প্রধান তথ্য কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের গভর্নর এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে আম্বালা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কবি খ্যাতিতেই বেশি পরিচিত, বিশেষ করে তিনি তার প্রজম্ন এবং বন্ধু, অণুসারী ও পরিচিত সম্প্রদায়ের মাঝে “এই শহরের জীবন্ত কবি” (Living Poet in the City) নামেই পরিচিত। আজিজুর রহমান আজিজ একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সুরকার, এবং গীতিকার। তার লিখা উপন্যাসের সংখ্যা ৩০টি, গানের সংখ্যা প্রায় ৮০০টি, এছাড়া তিনি অনেক গল্প, শিশুতোষ, টিভি সিরিয়াল, নাটক লিখেছেন এবং তার উপন্যাস অবলম্বনে বাংলা চলচ্চিত্র নির্মান হয়েছে। তিনি ১৯৮০ সাল থেকে লেখালেখী করে আসছেন। তার প্রকাশিত গল্প, কবিতা ও উপন্যাস, এবং গান পাঠক সমাজে অনেক জনপ্রিয়। তার লেখালেখির বিষয় হচ্ছে গ্রামীণ ও শহুরে জীবন, নারী, মুক্তিযুদ্ধ, শাহবাগ আন্দোলন, প্রেম-ভালবাসা, ইতিহাস, এবং প্রজম্নের পদাবলী। কবি আজিজুর রহমান আজিজের অতি মনোরম একটি কবিতা “তুমিই বলো”। কবিতাটি আবৃত্তি করেছেন হাতাশি।

তুমিই বলো

আজিজুর রহমান আজিজ


ভুল করে যদি ফুল দিয়ে থাকি
কপোলে কপোল রাখি
দুজনে কথা বলি
মনের দুয়ার খুলে রাখি
বেশি অপরাধ হয়ে যাবে কি
তুমিই বলো ।।

মনের খেয়ালে
বেইলী ফুলের মালা
গলায় না পরিয়ে
পরাই যদি খোঁপায়
কেশের গন্ধে যদি ফুল ঘ্রান হারায়
আমার কি দোষ হবে
তুমিই একটু বলো ।।

জানলার পাশে বেইলী ফুলের বাগান
জানি সেখান থেকে আসে ঘ্রান
তোমার ঘরে ভেসে
তবে তুমিতো জাননা
ফুল করেছে চুরি তোমার ঘ্রান
কি সত্য কিনা বলো ।


https://www.youtube.com/watch?v=ngx8Y7juj2w



মন্তব্য চালু নেই