তুরস্ককে হুমকি দিলো ইরাক

ইরাক থেকে তুরস্কের সেনা সরিয়ে না নিলে সামরিক অভিযানের হুমকি দিয়েছে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ-জাফারি।

বুধবার এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি করে বলেন, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাবে বাগদাদ। কিন্তু তারপরেও যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব, জনগণ ও সম্পদকে রক্ষা করার কথা বিবেচনা করব।

তুরস্ক দাবি করছে, ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনারা আইএসআইএল বা দায়েশ-বিরোধী লড়াইয়ের জন্য কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে খোদ তুরস্কের বিরুদ্ধে দায়েশকে সব ধরনের মদদ দেয়ার অভিযোগ রয়েছে।

চলতি মাসের প্রথম দিকে তুরস্ক ইরাকের মসুল শহরের কাছে কয়েকশ সেনা মোতায়েন করে।

তুরস্ক প্রথমে দাবি করেছিল, ইরাকের অনুরোধে তারা সেনা পাঠিয়েছে। কিন্তু তুরস্কের এ বক্তেব্যর কঠোর প্রতিবাদ করে বাগদাদ সরকার দ্রুত ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি জানালে এক ক্যাম্প থেকে সরিয়ে অন্য ক্যাম্পে নেয়া হয়। কিন্তু ইরাকের দাবি তাদের দেশে থেকে বিদেশি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।



মন্তব্য চালু নেই