তুরস্কের বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৩০, আহত শতাধিক

তুরস্কে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানতেপ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। আইএস এই হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করেছে।

স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলমেন্ট পার্টির(একেপি) এমপি সামিল তায়ার জানিয়েছেন, হামলাটি চালিয়েছে আইএস’এর সন্ত্রাসীরা। আর কুর্দিপন্থী পিপলস ডেমক্রেটিক পার্টি (এইচডিপি) এমপি জানিয়েছেন, তাদের সদস্যরা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

উপমন্ত্রী মেহমেত সিমেক জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতী। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।

স্থানীয় নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে এ বিষয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে, দেশটি ক্ষমতাশীন এ কে দলের এক মন্ত্রী বলেছেন, এ হামলা পেছনে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন।



মন্তব্য চালু নেই