তুরস্কে আত্মঘাতী হামলায় নিহত ১৮

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিস্ফোরক বোঝাই গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। রোববার ৫ টন বিস্ফোরক ভর্তি ওই গাড়ি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছেন।

গত ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বড় ধরনের প্রাণঘাতি হামলায় ১০ সেনা ও আট বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটলো।

ইসতাম্বুলে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, এক আত্মঘাতী হামলাকারী ৫ টন বিস্ফোরক বোঝাই ভ্যান গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছেন।

এর আগে, তুরস্কের হাক্কারি প্রদেশের নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ৯ জনের প্রাণহানির তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ অ্যাজেন্সি বলছে, নিরাপত্তা বাহিনী দেশটির সেমদিনলি জেলায় যানবাহনে তল্লাশির সময় ওই বিস্ফোরণ ঘটেছে।



মন্তব্য চালু নেই