তুরস্কে বন্ধ করা হলো জার্মান কূটনৈতিক মিশন

সন্ত্রাসী হামলার আশংকায় তুরস্কের বিভিন্ন শহরে জার্মানির কূটনৈতিক মিশনগুলো বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানি বলেছে, কূটনৈতিক মিশনগুলোতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে জোরালো তথ্য-প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হয়। খবর-রেতে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুমকি পাওয়ার পর রাজধানী আংকারায় দূতাবাস ও ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে কনস্যুলেট অফিস এবং জার্মান স্কুল বন্ধ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমায়ার বার্লিনে সাংবাদিকদের জানান, “জার্মান মিশনগুলোর বিরুদ্ধে হামলার প্রস্তুতির বিষয়ে আমাদের নিরাপত্তা কর্তৃপক্ষ মারাত্মক হুমকি পাওয়ার পর সেগুলো বন্ধ করে দিয়েছে।” জার্মান কনস্যুলেট তুরস্কের তিনটি স্থানে না যাওয়ার জন্যও জার্মানির নাগরিকদের সতর্ক করেছে।

তুরস্কের রাজধানী আংকারায় কয়েকদিন আগে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও ১২৫ জন আহত হওয়ার পর জার্মানি এ ব্যবস্থা নিল। কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন নামের একটি সংগঠন ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সঙ্গে সংগঠনটির সম্পর্ক রয়েছে।



মন্তব্য চালু নেই