তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে

তুরস্কে সরকারকে হটাতে সেনা অভ্যুত্থানচেষ্টায় বহু হতাহতের ঘটনায় বাংলাদেশি প্রবাসীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের তাদের চলাচল সীমিত করা এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আজ শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভ্রমণ-নির্দেশিকায় বলা হয়, ‘তুরস্কের বর্তমান পরিস্থিতিতে যতদূর জানা যায়, বিশেষত ১৫ জুলাই থেকে, তার ভিত্তিতে সেদেশে অবস্থানরত বাংলাদেশীদের তাদের চলাচল সীমিত এবং জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘প্রাপ্ত সংবাদ অনুসারে তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশি নিরাপদে রয়েছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের যেকোনো সহায়তা বা সহযোগিতার জন্য রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হচ্ছে: +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার গভীর রাতে তুরস্কে এরদোয়ান সরকারকে ক্ষমতা থেকে হটাতে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানচেষ্টা চালায়। এতে আড়াই শতাধিক লোক নিহত এবং বহু আহতের ঘটনা ঘটলেও অভ্যুত্থানচেষ্টা সফল হয়নি। সাধারণ জনতার প্রতিরোধে ব্যর্থ হয় সেনাদের অভ্যুত্থানচেষ্টা।



মন্তব্য চালু নেই