তুরস্কে বিমান হামলায় নিহত ৬৭

তুরস্কে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের ইরাক সীমান্তের কাছে বিদ্রোহীদের গোলাবারুদ রাখার স্থান ও একটি আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে শনিবার সেনাবাহিনী জানিয়েছে। খবর রয়টার্সের।

সেনা কর্মকর্তারা জানান, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ব্যবহৃত কান্দিল, মেটিনা, আভাসিন, হাফতানিন ও বসইয়ান এলাকা বিমান হামলার লক্ষ্য ছিল। বুধবার ওই হামলা চালানো হয়েছে।

এদিকে, শুক্রবার হাক্কারি প্রদেশে তুরস্কের পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে পিকেকে বিদ্রোহীরা। এতে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা আহত হয়েছেন।

গত বছরের জুলাইয়ে সরকারের সঙ্গে কুর্দি যোদ্ধাদের একটি শান্তিচুক্তি ভেস্তে যায়। এরপর থেকে সরকারি বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে পিকেকে বিদ্রোহীরা। এতে অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।



মন্তব্য চালু নেই